শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

নির্বাচনের আগে র‍্যাবের ডিজি খুরশীদের মেয়াদ বাড়ালো সরকার


র‍্যাবের ডিজি খুরশীদ হোসেন

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৩ মে, ২০২৩ ৬:৩১ : অপরাহ্ণ

আগামী জাতীয় নির্বাচনের আগে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) পদে এম খুরশীদ হোসেনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, র‍্যাব মহাপরিচালক হিসেবে কর্মরত খুরশীদ হোসেনকে আগামী ৫ জুন থেকে পরবর্তী ১ বছর মেয়াদে র‍্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‍্যাব মহাপরিচালকের দায়িত্ব নেন খুরশীদ হোসেন। তিনি এই পদে বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্মগ্রহণ করেন। তিনি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। পুলিশে তাঁর পদমর্যাদা অতিরিক্ত আইজিপি (গ্রেড-১)।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুইবার পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এবং একবার পিপিএম পেয়েছেন।

সংবিধান অনুযায়ী, ২০২৩ সালের শেষ কিংবা ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন করতে চায়।

২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

র‍্যাবের সাবেক ডিজি হিসেবে বেনজীর আহমেদ ও বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ওপর এই নিষেধাজ্ঞা রয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর