বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

বিদেশিদের কাছে সাড়া না পেয়ে সরকার পাগল হয়ে গেছে: খন্দকার মোশাররফ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ মে, ২০২৩ ৬:১৬ : অপরাহ্ণ

স্বাধীনতার একান্ন বছরে দেশে বিদেশি কূটনীতিকদের প্রটোকল প্রত্যাহারের মতো কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিদেশিদের প্রটোকল প্রত্যাহার বিষয়ে এই বিএনপি নেতা বলেন, ‘সরকার বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো সাড়া পায়নি। তাই সরকার পাগল হয়ে গেছে। আপনারা সজাগ থাকুন। কোনো ষড়যন্ত্র বা ফাঁদে পা দেবেন না। সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ।’

আজ বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশ শেষ সাড়ে তিনটার দিকে পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। পদযাত্রাটি উত্তর বাড্ডা শাহজাদপুর থেকে শুরু হয়ে রামপুরা হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা ইস্যুতে এই পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৬ দেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত প্রটোকল প্রত্যাহার

ড. মোশাররফ বলেন, ‘একটাই দফা এই সরকারকে হটাতে হবে। কোনো স্বৈরাচার এমনি এমনি যায় না। তাকে হটাতে হয়। তাই এ সরকরকে হটাতে গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নাই। এজন্য আপনারা প্রস্তুতি নিন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এ সরকারের আমলে দেশের মানুষ ভোট দিতে যায় না। গত কয়েকদিন আগে চট্টগ্রামে একটি উপ-নির্বাচনে শুধু ১৪ শতাংশ ভোট পড়েছে। এতে বোঝা যায়, কেউ এ সরকারের অধীনে ভোট দিতে চায় না। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আর কোনো ভোট হতে দিবো না।’

ড. মোশাররফ বলেন, ‘বাংলাদেশে এখন উচ্চ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। দেশের অর্থ পাচার করে সব শূন্য করে দিয়েছে। দেশের মানুষ আজ দুবেলা পেট ভরে খেতে পারে না। মধ্যবিত্ত আজ গরিব হয়ে যাচ্ছে। সরকার নিজেদের ইচ্ছেমতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করেছে।’

সরকারের বিরুদ্ধে ‘গণঅভ্যুত্থান’ সৃষ্টি করতে দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘’৯০ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ডাকসুর ভিপি আমানউল্লাহ আমানদের নেতৃত্বে ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদকে বিদায় করা হয়েছিল। পাকিস্তান আমলে আইয়ুব খানের মতো স্বৈরাচারকে এ দেশের মানুষ গণআন্দোলন করে বিদায় করেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও বিদায় করতেও গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নেই।’

মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির তাবিথ আউয়াল, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার ও ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর