রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

আ.লীগ থেকে বহিষ্কার হওয়ার পর জাহাঙ্গীর আলমকে দুদকে তলব


গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ মে, ২০২৩ ৯:৪৫ : পূর্বাহ্ণ

আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার হওয়ার পর গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে এবার তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ২২ মে সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশিষ্ট রেকর্ডসহ তাকে দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদে মনোনয়ন দেয় অ্যাডভোকেট আজমত উল্লা খানকে। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি।

অন্যদিকে দলের মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন। পাশাপাশি মা জায়েদা খাতুনের নামেও মনোনয়নপত্র নেন তিনি।

তবে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতে গিয়েও প্রার্থিতা ফেরাতে পারেননি তিনি।

২০২১ সালের সেপ্টেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাজীপুর সিটির তৎকালীন মেয়র জাহাঙ্গীর আলমের বিতর্কিত বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এর জেরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। পরে মেয়র পদও হারান তিনি।

তবে এ বছরের জানুয়ারিতে দলের শৃঙ্খলা মেনে চলার শর্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আওয়ামী লীগ। গত ১৫ মে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর