মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা প্রেস রিলিজ

উপকূলীয় এলাকায় ত্রাণ নিয়ে অসহায় মানুষের পাশে যুবলীগ নেতা দেবু


শনিবার দুপুরে পতেঙ্গা উপকূলীয় এলাকায় জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৩ মে ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতের আগে চট্টগ্রামের দুর্যোগপ্রবণ পতেঙ্গা উপকূলীয় এলাকায় ত্রাণ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য দেবাশীষ পাল দেবু।

আজ শনিবার দুপুরে তিনি পতেঙ্গা উপকূলীয় এলাকায় জনসাধারণের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

দেবাশীষ পাল দেবু জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষয়ক্ষতি থেকে উপকূলীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে ‘কুইক রেসপন্স টিম’ প্রস্তুত করে হয়েছে। পাশাপাশি যুবলীগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সুফিউর রহমান টিপু, মো. ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ফরহাদ আব্দুল্লাহ, মো. সাজিবুল ইসলাম সজিব, ফারুক হোসেন সুমন, সাদ্দাম হোসেন জয়, মো. মাসুম, হেলাল উদ্দিন, শাওন রহমান, এনাম উদ্দিন, আব্দুল মোতালেব রানা, মঈনুদ্দিন রুবেল, কাউসার, মো. রাজু, আকবর জুয়েল, মহিম ইসলাম রায়হান, মো. হাসিবুল প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর