রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ মে, ২০২৩ ৩:৪৪ : অপরাহ্ণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার দেশটির ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আলকাদির ট্রাস্ট মামলা নামে পরিচিত ওই জমি দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিয়েছিলেন ইমরান খান। সরাসরি আদালত থেকেই তাকে হেফাজতে নেয় রেঞ্জার্স বাহিনী।
অভিযোগ উঠেছে, গ্রেপ্তারের পর ইমরান খানকে পাক রেঞ্জার্সের সদস্যরা মারধরও করেছেন। এরপর তাকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
পিটিআইয়ের সহসভাপতি ফাওয়াদ চৌধুরী বলেন, জোর করে ইমরান খানকে তুলে নিয়ে গেছে পাক রেঞ্জার্স। তার আইনজীবী ফয়জল চৌধুরীও হামলার শিকার হয়েছেন।
https://twitter.com/i/status/1655871109449826312