রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ মে, ২০২৩ ৭:০৩ : অপরাহ্ণ
দলের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের চৌদ্দগ্রামের বাড়িতে হামলা নিয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
জামায়াতের আমীর অধ্যাপক মুজিবুর রহমান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ডা. তাহেরের বাড়িতে যারা হামলা করেছে, তার পাল্টা জবাব দেয়ার ক্ষমতা এবং হিম্মত জামায়াতে ইসলামীর আছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বাসী। সরকারের উস্কানীর কারণে পরিস্থিতির অবনতি হলে সরকারকেই এর যাবতীয় দায়-দায়িত্ব বহন করতে হবে।’
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন জামায়াত আমীর।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করে বলেন, ‘প্রায় ২০ বছর যাবত কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে সন্ত্রাসের রাজত্ব কায়েম রয়েছে। তারই ধারাবাহিতকতায় ৫ মে রাত ৯টায় আমার গ্রামের বাড়িতে হামলা করা হয় এবং ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় আমার পার্শ্ববর্তী আরও কয়েকটি বাড়ি-ঘরে হামলা করে ভাঙচুর করা হয়। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমার জানা নেই।’
তিনি বলেন, ‘এই সন্ত্রাসী হামলা রাজনৈতি শিষ্ঠাচার, গণতান্ত্রিক চেতনা ও ন্যূনতম সৌজন্যবোধেরও পরিপন্থী। আমি আইনের শাসনে বিশ্বাসী। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সরকারের প্রমাণ করা উচিত তারা আইনের শাসনে বিশ্বাস করে।’