রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৪ মে, ২০২৩ ৩:০২ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পাল্টা জবাবে একই কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
তিনি বলেছেন, ‘আমিও একই কথা বলবো, কোনো মতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। লজ্জাজনকভাবে আওয়ামী লীগ আজ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদি আবারও স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় আসে, তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ এই স্মরণসভার আয়োজন করে।
এর আগে গত ২ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতাবিরোধীরা আর যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে সমগ্র জাতিকে তারা বিভক্ত করে ফেলেছে। তাই আওয়ামী লীগ আজকে গণশত্রুতে পরিণত হয়েছে। যে সরকার মানুষের চোখের ভাষা বুঝতে পারে না, যে সরকার দেয়ালের লিখন বুঝতে পারে না, যে সরকার মানুষের প্রয়োজন বুঝতে পারে না তাকে আমরা গণশত্রু ছাড়া কী ভাবতে পারি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ একটি পুরনো দল কিন্তু এই দলের যিনি প্রতিষ্ঠাতা তাকেও তারা বাদ দিয়ে দিয়েছেন কারণ তার চিন্তা চেতনার সঙ্গে পরবর্তী আওয়ামী লীগের কোনো মিল ছিল না। আজকে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছেন তাদের অধিকাংশই ১৯৭১ সালের স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলেন না। এখন যারা স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙুল তুলতে চান তাদের প্রশ্ন করতে চাই আপনারা কি বলতে পারবেন আপনাদের মধ্যে অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের সঙ্গে যারা লড়াই-সংগ্রাম করছেন, কাজ করছেন তাদের অধিকাংশ মুক্তিযুদ্ধের সময় সরাসরি তাতে অংশগ্রহণ করেছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। এ দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটিয়েছে, এ দেশের মানুষ লড়াই করছে সংগ্রাম করেছে এ লড়াইয়ে অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে। এ লড়াইয়ে অবশ্যই যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করছেন তাদের বিজয় হবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দানবীয় ফ্যাসিবাদ তারা পরাজিত হবে।’