মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

নির্বাচনে বাধা দিতে এলে প্রতিহত করা হবে, কাদেরের হুঁশিয়ারি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ এপ্রিল, ২০২৩ ১১:০৩ : পূর্বাহ্ণ
ওবায়দুল কাদের
Rajnitisangbad Facebook Page

আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই নির্বাচনে কেউ বাধা দিতে চাইলে তাদের প্রতিহত করা হবে।’

আজ শুক্রবার শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, ভবিষ্যতেও আসবে। তাই দেশবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষা করা আমাদের কাজ।’

বিএনপির আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করতে যাচ্ছি না। বিএনপি কখনও দ্রুত, কখনও ধীরগতির আন্দোলন, মানববন্ধন, পদযাত্রা, গণঅভ্যুত্থান করছে। এজন্য অপ-রাজনীতি থেকে এদেশের জনগণের জানমাল রক্ষা করার জন্যে আমরা শান্তি সমাবেশ করছি। আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব। জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে চাই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কাজ দেশের সম্পদ ধ্বংস করা, টাকা পাচার করা, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা। ফলে ওই দলের সঙ্গে পাল্টাপাল্টি নয়, জনগণের জানমাল রক্ষায় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ৭৫ সালের ৩ নভেম্বর ও ২০০৪ সালের ২১ আগস্টে হত্যাকাণ্ড ঘটানো হয়। এই তিনটি ঘটনা একইসূত্রে গাঁথা।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর