শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিললো ১০ লাশ


কক্সবাজারের নাজিরারটেক চ্যানেলে ভেসে আসা একটি ট্রলার থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, প্রকাশের সময় :২৩ এপ্রিল, ২০২৩ ৩:১৯ : অপরাহ্ণ

কক্সবাজারের নাজিরারটেক চ্যানেলে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার কাজ শেষে কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান বলেন, ‘প্রতিটি মরদেহের হাত-পা বাঁধা ছিল। হয়তো হত্যার পর মাছ রাখার যে ফ্রিজ বা বিশেষ যে চেম্বার ট্রলারে রয়েছে সেখানে ঢুকিয়ে রাখে দুর্বৃত্তরা। এটি নিছক কোনো দুর্ঘটনা নয়।’

তিনি জানান, মরদেহগুলো পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘মরদেহের প্রাথমিক অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এটি নিছক কোনো দুর্ঘটনা নয়; এটি হত্যাকাণ্ড। কারণ প্রত্যেকের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। দুই সপ্তাহ আগে মহেশখালী থেকে ১৬ জন জেলে নিখোঁজ ছিলেন। এসব মরদেহ তাদের কারও কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশগুলো প্রায় গলে গেছে, তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। লাশগুলো কোথা থেকে, কীভাবে এসেছে তা এখানো জানা যায়নি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. শাহজাহান সিকদার জানান, ট্রলারে মানুষের হাত দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে অর্ধগলিত ১০ লাশ উদ্ধার করা হয়। এখনো উদ্ধার অভিযান চলছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর