বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীতে নামলো স্বস্তির বৃষ্টি


ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২১ এপ্রিল, ২০২৩ ৬:২১ : অপরাহ্ণ

টানা দুই সপ্তাহের বেশি দাবদাহের পর অবশেষে রাজধানী ঢাকায় বৃষ্টি নেমেছে। দীর্ঘ দিন পর নামা এ বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছে ‘পুড়ে কাঠ হওয়া’ রাজধানী ঢাকা।

আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। হালকা সে বৃষ্টিতেই যেন স্বস্তি ফেরে নগরজীবনে।

রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, প্রেসক্লাব, পল্টন, মতিঝিল, আজিমপুর এলাকায় ৫টা ১৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়া শুরু হয় বৃষ্টি শুরুর কিছু পরেই।

দীর্ঘ প্রতিক্ষার পর এমন বৃষ্টি রাজধানীতে তাপমাত্রা কিছুটা হলেও কমাবে। ঈদের কারণে ফাঁকা ঢাকার রাস্তায় যারাই ছিলেন তাদের চোখেমুখে ছিল স্বস্তির ছাপ।

এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকেও দেয়া হয়েছিল বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম সকালেই জানান, ঈদের দিন সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি টানা সব জায়গায় হবে এমন আশা করছি না। থেমে থেমে কোথাও কোথাও হতে পারে। তিনি বলেন, এই বৃষ্টির ফলে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে আসতে পারে।

গত দুই সপ্তাহ ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়ে মানুষ। রেকর্ড তাপমাত্রার মধ্যেই চলে রোজা ঈদের প্রস্তুতি। ঈদের আগমুহূর্তে এমন স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রাও কিছুটা কম অনুভূত হতে শুরু করেছে।

আরও পড়ুন: ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর