বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

আওয়ামী লীগই আগুন লাগিয়ে যাচ্ছে: ফখরুল


আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২৩ ১:৩৭ : অপরাহ্ণ

অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাবি উঠেছে সারের দাম কমাও, তেলের দাম কমাতে হবে। আমাদেরকে বাঁচতে দিতে হবে। সামনে আমাদের ভোটের অধিকার দিতে হবে। এই দাবিগুলোকে পাশ কাটার জন্য আর মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে নেয়ার জন্য আওয়ামী লীগই আগুন লাগিয়ে যাচ্ছে।

আজ সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

সারের দাম বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে কৃষকদল।

মির্জা ফখরুল বলেন, দেশে কিছু হলেই বিএনপিকে খুঁজে বেড়াচ্ছে সরকার। তারা উদার পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চায়।

ঢাকার নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নিউমার্কেটের ব্যবসায়ীরা বলেছে-ভোর সাড়ে পাঁচটার দিকে সিটি করপোরেশনের পোশাক পরিহিত লোক এসেছিলেন। তারা সামনের ওভারব্রিজ গ্রিল মেশিন দিয়ে ভেঙে দিচ্ছিলেন। ওই কর্মীরা যখন গ্রিল মেশিনের তার লাগাতে গিয়েছিলেন তখন শর্ট সার্কিট হয়েছিল। এটা ব্যবসায়ীরা নিজেরা দেখেছেন, তারা বলেছেন। তারপরে সেখানে আগুন লেগেছে। সিটি করপোরেশনের লোকেরা আগুন নেভানোর চেষ্টাও করেছেন। যখন আগুন নেভাতে পারেনি তখন তারা পালিয়ে গিয়েছে। এটা আমার কথা না। এটা সেখানকার ব্যবসায়ীদের কথা।

সিটি করপোরেশনের দায়িত্বে আছে কে এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন , দায়িত্বে আছেন আপনারা। আওয়ামী লীগ। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। আগুন লাগার পেছনে আওয়ামী লীগ আছে।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার তার কাছের লোকদের টিকিয়ে রাখার জন্য কাজ করছে। এই সরকার সাধারণ মানুষের সরকার নয়। চাল ডাল তেল লবণ সবকিছুর দাম কি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে! কিন্তু সরকারি ব্যাপারে কিছু বলে না। তারা বলে জিনিসপত্রের দাম সহনশীল পর্যায়ে আছে। আয় বেড়েছে। কাদের আয় বেড়েছে? আয় বেড়েছে আওয়ামী লীগের, আয় বেড়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। যারা চুরি করে, ডাকাতি করে, যারা মানুষের লুট করে খায়। তাদের আয় বেড়েছে।

মির্জা ফখরুল বলেন, মানুষ আর সহ্য করবে না। পরিষ্কার করে আমরা বলে দিয়েছি, এই সরকারকে সরাতে হবে। এই সরকার যতদিন থাকবে ততদিন মানুষের উপর অত্যাচার বাড়বে। আমাদের সাংবাদিকরা লিখতে এখন ভয় পায় ! লেখার আগে চিন্তা করে কী লিখবো! এটা লিখলে আমার নামে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হবে কিনা। এবার আর সেটা চলবে না। আমরা সবাই একসাথে একযোগে বাংলাদেশকে রক্ষা করার জন্য একসাথে নেমেছি। ইনশাআল্লাহ, আমরা এই আন্দোলনে জয়ী হবো।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর