রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০২৩ ১:৫১ : অপরাহ্ণ
গাজীপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
আজ শনিবার বেলা ১১টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় পাঁচ সিটিতে দলীয় মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
পাঁচ মেয়র প্রার্থী হলেন-গাজীপুর সিটি করপোরেশনে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বরিশাল সিটিতে আবুল খায়ের আবদুল্লাহ, সিলেট সিটিতে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহী সিটিতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং খুলনা সিটিতে তালুকদার আব্দুল খালেক।
এদের মধ্যে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে, আনোয়ারুজ্জামান চৌধুরী হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহী ও তালুকদার আব্দুল খালেক খুলনার বর্তমান মেয়র।
আওয়ামী লীগের সূত্র বলছে, বিভিন্ন জরিপের ভিত্তিতে এবং চুলচেরা বিশ্লেষণ শেষে এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
গত ৩ এপ্রিল এ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুসারে, গাজীপুর সিটিতে ২৫ মে এবং খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন নির্বাচন হবে। সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন হবে ২১ জুন।