রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

এবার দুবাইয়ে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি তাকরিম



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০২৩ ১০:৪১ : পূর্বাহ্ণ

এবার দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম।

বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন ১৪ বছর বয়সি বাংলাদেশি এই কিশোর হাফেজ।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে দুবাইয়ের এক্সপো সিটিতে প্রতিযোগিতার আসরে ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি উমর আর তৃতীয় স্থান অর্জন করেন সৌদি আরবের খালিদ সুলাইমান।

প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি সালেহ আহমাদ তাকরিমের হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মুহাম্মদ আল মাকতুম। এ সময় উপস্থিত ছিলেন কুরআন প্রতিযোগিতার ভাইস প্রেসিডেন্ট সায়েদ হারেব।

আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ২৫ বছরে প্রায় ২ হাজার প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

এর আগে ২৭ মার্চ দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারকদের করা পাঁচটি প্রশ্নের সবকটি সুন্দরভাবে উত্তর দেন হাফেজ সালেহ আহমাদ তাকরিম। সেদিন প্রায় ২৫ মিনিট তেলাওয়াত করতে দেখা যায় তাকে।

দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রথমবারের মতো শায়খ শোয়াইব মোহাম্মদ নামে বাংলাদেশি একজন বিচারক এতে বিচারকাজ পরিচালনার সুযোগ পান।

তিনি মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদাপূর্ণ ‘ইলমুল কেরাত ওয়াত তাজবিদ’ ডিগ্রি অর্জন করেন। তিনি রাজধানীর শ্যামপুরের মাওলানা মোহাম্মদ মুজিবুল হকের ছেলে।

এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছিলেন তরুণ হাফেজ তাকরিম।

আরও পড়ুন: কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশি তাকরিম

এর আগে গত বছরের ১৬ জুন লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৪০টি দেশের মধ্যে সালেহ আহমাদ তাকরিম ৭ম স্থান অর্জনের পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা লাভ করে।

তাছাড়া গত বছরের ৫ মার্চ ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২৯টি দেশের মধ্যে তাকরিম প্রথম হয়েছিল।

তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। মা গৃহিণী। সালেহ ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র।

আরও পড়ুন:

দেশে ফিরেছেন বিশ্বজয়ী হাফেজ তাকরিম, বিমানবন্দরে উপচেপড়া ভিড়

বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে সংবর্ধনা দিলো সরকার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর