শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০২৩ ১০:২১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার সকাল থেকে।

রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকার কাউন্টার থেকে ১৬ থেকে ২১ এপ্রিলের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আসন থাকাসাপেক্ষে টিকিট বিক্রি চলবে।

২২ এপ্রিল শনিবার (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ২১ এপ্রিল থেকে শুরু হবে ঈদের সরকারি ছুটি। আগামী ১৯ এপ্রিল বুধবার শবে কদরের সরকারি ছুটি। সেই হিসেবে সবচেয়ে বেশি চাহিদা থাকবে ১৯ থেকে ২১ এপ্রিলের বাসের টিকিটের।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, গাবতলী এলাকা থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি করা হবে। তবে অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টার থেকেও বিক্রি করা হচ্ছে। ৭ এপ্রিল থেকে কাউন্টারে শুধু ঈদের আগের কয়েকদিনের বাসের টিকিট দেওয়া হবে।

তবে মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়। সায়েদাবাদ থেকে চলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট এলাকার বাসের টিকিট অনলাইনে ও কাউন্টারে আগাম পাওয়া যায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর