রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২৩ ১১:০৫ : অপরাহ্ণ
দেশে দুর্ভিক্ষের আলামত দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) সাম্প্রতিক জরিপে দেশের নিম্নআয়ের মানুষের সত্যিকার জীবনযাপনের চিত্র উঠে এসেছে। নিম্নআয়ের মানুষ আজকে না খেয়ে আছে। মানুষ দুবেলা খেতে পারে না।’
আজ শুক্রবার রাজধানীর এয়ারপোর্ট রোডে নিকুঞ্জ কনভেনশন হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, বাংলাদেশ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস কোনো ভুল করেননি। তিনি সাংবাদিকের দায়িত্ব পালন করেছেন। আজকাল আধুনিক বিশ্বে দুর্ভিক্ষ হয় না, কিন্তু দেশের যে অবস্থা, সেটা দুর্ভিক্ষের সামিল। বাংলাদেশের ৭১ শতাংশ পরিবার প্রয়োজনের তুলনায় কম খাচ্ছে, ৩৭ শতাংশ পরিবার একবেলা খেয়ে দিন পাড়ি দিচ্ছে, ১৮ শতাংশ পুরো দিন না খেয়ে থাকছে, ৭৪ শতাংশ পরিবার গত ছয়মাস ধরে ধার করে চলছে।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘সংবিধানের সবকিছু লঙ্ঘন করে সরকার ক্ষমতায় বসে আছে। সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরি করে আবারও ক্ষমতায় যেতে পারবে না তারা। এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি।’
একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। দেশের মানুষ আওয়ামী লীগের সাথে নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার এ টি এম সামসু উদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ।