বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪

মূলপাতা বিএনপি

বিএনপি থেকে শওকত মাহমুদকে বহিষ্কার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২১ মার্চ, ২০২৩ ৪:২৫ : অপরাহ্ণ
শওকত মাহমুদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি এ তথ্য জানিয়েছে। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয় শওকত মাহমুদকে।

এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শওকত মাহমুদকে দুবার শোকজ করেছিল বিএনপি। এবার তাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো।

২০১৬ সালে ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছিলেন শওকত মাহমুদ। তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন।

মন্তব্য করুন


আরও খবর