শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

ববির রাজনীতিতে আসার গুঞ্জন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী


রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২৩ ৮:০৬ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফরের সময় ঐতিহাসিক ৭ মার্চে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তার পক্ষে শ্রদ্ধা জানান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

এ ছাড়া তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গেও দলের পক্ষে শ্রদ্ধা জানান। ববি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে।

রেহানাপুত্রের এমন শ্রদ্ধা জানানোর পর রাজনৈতিক মহলে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকে মনে করেন, সামনে হয়তো আওয়ামী লীগের নেতৃত্বে দেখা যেতে পারে ববিকে। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুই বোনের পাঁচ সন্তান। তারা কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে ইয়াং বাংলা বলেন, স্টার্টআপ প্রোগ্রাম বলেন, সিআরআই থেকে অনেক রকম গবেষণা; তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারা কাজ করে যাচ্ছে দেশের স্বার্থে।’

ডিজিটাল বাংলাদেশ গড়তে পরিবারের সদস্যদের অবদানও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি, সেখানে দক্ষ জনশক্তি গড়ে তোলার যে কাজ, সেখানে কিন্তু তাদের সকলের অবদান আছে। তারা কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য ছিলো না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না। দেশের জন্য, মানুষের জন্য তারা সবসময়ই কাজ করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘৭ মার্চ ববির ফুল দিতে যাওয়ার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। পরিবারের সদস্য হিসেবে ফুল দিয়েছে সে।’

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে রাদওয়ান মুজিবের শ্রদ্ধা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর