শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

এবার নির্বাচনের আগে বিএনপিকে মাঠছাড়া করতে পারবে না: মির্জা ফখরুল


আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ মার্চ, ২০২৩ ২:০১ : অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের আগে সরকার হামলা করে মামলা দিয়ে বিএনপিকে মাঠ থেকে বের করে দিতে চায়। কিন্তু এবার বিএনপিকে মাঠছাড়া করতে পারবে না। বিএনপি মাঠে নেমে গেছে।’

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পঞ্চগড়ে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনা ঘটিয়ে একইভাবে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার করতে বাড়ি-বাড়ি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের কৌশল। তারা নির্বাচনের আগে বিএনপি শূন্য, বিএনপিকে মাঠ থেকে বের করে দিতে চায়। কিন্তু এবার আর সেটা পারবে না। কারণ জনগণ রাস্তায় নেমে গেছে। বিএনপি মাঠে নেমে গেছে। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে চারদিকে ভীতির বিস্তার ঘটাচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ আওয়াজ করারও সাহস না পায়।’

বর্তমান সরকারকে ‘অনির্বাচিত, অবৈধ, ফ্যাসিস্ট’ সরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এবং বিএনপিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে আবার তারা পুরোনো খেলায় মেতে উঠেছে। মিথ্যা, গায়েবি মামলা, গ্রেপ্তার, ঘরে ঘরে তল্লাশি এবং হয়রানি করে নির্যাতন নিপীড়নের মাত্রা বহু গুন বাড়িয়ে দিয়েছে।’

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের কারাগারে অমানবিক নির্যাতন শুরু করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বুকে ও পায়ে গুলিবিদ্ধ রুহুল কবির রিজভী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, করোনায় আক্রান্ত হয়ে ফুসফুসে জটিলতা ও হার্টের অসুখসহ বিভিন্ন মারাত্মক অসুখে শারীরিকভাবে অসুস্থ একজন মানুষ। তিনি সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। তা ছাড়া তাকে সব সময় লাঠির ওপর ভর করে চলতে হয়। এমন এক পরিস্থিতিতে কেরানীগঞ্জ কারাগার থেকে পুরান ঢাকার আদালতে আসার দীর্ঘ পথ প্রিজনভ্যানে তাকে আনা নেওয়া হচ্ছে। এই প্রিজনভ্যানগুলোতে বসার কোনো ব্যবস্থা নেই, এমনকি কোনো কিছু ধরে দাঁড়িয়ে থাকারও ব্যবস্থা নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের নির্মূল করতে নিষ্ঠুর আওয়ামী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলার মাধ্যমে কারাগারে পাঠিয়ে সারা দেশকে কারাগারে পরিণত করেছে। কারাগারগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। নেতারা জামিন নিয়ে যখন বের হবেন তখনই আবার জেলগেটে গ্রেপ্তার করা হচ্ছে। এখানে আছে বাণিজ্যের ব্যাপার। কারণ এখন পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। আমাদেরকে প্রথম কারাগারে নেওয়ার পর কনডেম সেলে রাখা হয়েছিলো কোয়ারেন্টিনের নামে। যা চরম অমানবিক। এক্ষেত্রে কারাবিধি মানা হয়নি। কারাগারের আচরণ ও নিপীড়ন যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর