সোমবার, ১৩ মে, ২০২৪ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ৪ জিলকদ, ১৪৪৫

মূলপাতা প্রেস রিলিজ

চট্টগ্রামে যুবলীগ নেতা দেবুর নেতৃত্বে বিশাল বিক্ষোভ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ মার্চ, ২০২৩ ৭:০৯ : অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরে যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল বের করেছেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য দেবাশীষ পাল দেবু। আজ শুক্রবার বিকেলে নগরীর ৩৮ নম্বর মধ্যম হালিশহর ওয়ার্ডের ব্রিকফিল্ডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলটি আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সংক্ষিপ্ত একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায়’ যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে দেবাশীষ পাল দেবু বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলা করতে শেখ পরশের নেতৃত্বে যুবলীগ রাজপথে আছে ও থাকবে। বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।’

চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ‘দেশের ক্লান্তিলগ্নে যুবলীগ সবসময় সাধারণ মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করেছে। বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীকে মানুষের পাশে দেখা যায়নি। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। জ্বালাও-পোড়াও রাজনীতি বিএনপির স্বভাব। রাজনীতির নামে বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবলীগ সবসময় রাজপথে আছে থাকবে।’

৩৮ নম্বর মধ্যম হালিশহর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রঞ্জিত কুমার শীল এবং ইমতিয়াজ সুমনের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলা, সালাউদ্দিন বাবর , মো. ইসমাইল, রেজাউল করিম মামুন, ইকবাল হোসেন রাজু, সাজিবুল ইসলাম সজিব, মো. মনিরুল হক মনির, মো. মিজান, রমজান আলী, মাহমুদুর রহমান বাপ্পি, তানভির বিন হাছান, আলী নুর রুবেল, মো. রোকন উদ্দিন, মো. আরমান, মো. সোহেল, মো. সাদ্দাম, মো. মাসুম, মো. শোয়েব, বিভু দেব নাথ, মো. আরাফাত রকি দাশ, সৈয়দ হোসেন, আবদুল মমিন রাজু, আজাদ খান, নুর শরিফ রকি, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, মো. নেজাম, আরাফাত, মিজান, আফসার, ওসমান, মিরাজ, জাবেদ, রাশেদ, তোকির আরাফাত আবির, লোকমান, আনিছ, মিরাজ, আরমান, হাসান, মান্না দত্ত, সোহাগ, বাপ্পি, বারেক, তোহাব প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর