বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

সরকার আইএমএফের কাছে ভিক্ষা চেয়ে ঋণ নিয়েছে: মঈন খান


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ মার্চ, ২০২৩ ১:০৮ : অপরাহ্ণ
ড. আবদুল মঈন খান।
Rajnitisangbad Facebook Page

সরকার আইএমএফের কাছে ভিক্ষা চেয়ে ঋণ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

এ বিএনপি নেতা বলেন, ‘আইএমএফের কঠিন শর্তের আঘাত ধনীদের ওপর নয় পড়বে দরিদ্রদের ওপর। সরকার জোর গলায় বলেছে, আইএমএফ সন্তুষ্ট হয়ে লোন দিয়েছে কিন্তু আদতে আইএমএফের কাছে ভিক্ষা চেয়েছে তারা।’

আজ বুধবার জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করে ড. মঈন খান বলেন, ‘একদিকে অর্থনৈতিক কষাঘাতে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল, অন্যদিকে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।’

এ বিএনপি নেতা অভিযোগ করে বলেন, ‘মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে ক্ষমতাসীনরা।’

সরকারের সমালোচনাকে রাষ্ট্রবিরোধীতা প্রচারণা বলে চালানো হচ্ছে মন্তব্য করে ড. মঈন খান বলেন, ‘সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে। বিএনপির উদ্দেশ্য দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সরকার ভালো কাজ করে থাকলে কেন সুষ্ঠু নির্বাচনে ভয় পায়? উপনিবেশিক শাসনের মতো বিভাজনের শাসন নীতিতে দেশ চালাতে চাইছে সরকার।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর