শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত: শেখ হাসিনা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৯ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়, জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আমরা জনগণের ভোটে নির্বাচিত, সুশাসনই আমাদের লক্ষ্য।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য সামনে নিয়েই আমরা দেশ পরিচালনা করছি। তিনি (বঙ্গবন্ধু) নিজেকে প্রধানমন্ত্রী নন, জনগণের সেবক মনে করতেন। সরকারি কর্মকর্তাদের ঔপনিবেশিক ধ্যান ধারণা পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, আজকের নবীন কর্মকর্তাই হবেন ৪১ এর উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক। পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে। সে দায়িত্ব বর্তায় নবীন কর্মকর্তাদের ওপর।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি শেষ হতে না হতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব দেখা দেয়। যার ফলে কয়টি দেশ এসডিজি বাস্তবায়ন করতে পারে, সেটা নিয়ে সন্দেহ আছে। তবে আমরা যেভাবে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি তাতে এসডিজির অনেক লক্ষ্যই বাস্তবায়ন করতে পারবো।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর