সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অন্যান্য দল

নজিবুল বশরের ১৪ দলীয় জোট ছাড়ার গুঞ্জন


তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৮ : পূর্বাহ্ণ

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ছাড়ছেন বলে দেশের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ছেলের বিরুদ্ধে প্রায় ৪০ কোটি টাকা দুর্নীতির মামলা নিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এই সংসদ সদস্যের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী রাজনীতি সংবাদকে বলেন, ‘সরকারের সঙ্গে আমার দূরত্ব তৈরি হওয়ার তো কোনো কারণ দেখছি না। আর সরকার আমাকে সন্দেহ করারও কোনো কারণ দেখছি না।’

প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কেউ আমার ছেলের বিরুদ্ধে দুদককে লেলিয়ে দিয়েছেন। এটা ষড়যন্ত্রমূলক মামলা। ৪০ কোটি টাকা ঋণ নিয়ে ৬৫ কোটি টাকা ফেরত দিলে আত্মসাৎ কীভাবে হয়। সেটা তারা মামলায় উল্লেখ করেননি। এছাড়া ট্যাক্স ফাইলেও ওই টাকার কথা উল্লেখ রয়েছে। তাহলে কীভাবে টাকা পাচার হয়?’

তবে রাজনৈতিক মহল মনে করছে, ছেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়ে নজিবুল বশর সরকারকে যে ভাষায় হুংকার দিয়েছেন তাতে মনে হয়, তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কে ফাটল ধরবে। সরকার ও দুদককে তার হুংকার দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী ভালো চোখে দেখবেন না। আগামী নির্বাচনে নজিবুল বশরের মনোনয়ন পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। ফলে আগামী নির্বাচনের আগে তরিকত ফেডারেশন ১৪ দলীয় জোট থেকে বেরিয়ে যেতে পারে।

গত ২০ ফেব্রুয়ারি রাতে ফটিকছড়িতে এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর সরকারকে হুংকার দিয়ে বলেন, ‘আমার মুখ খোলাবেন না। মুখ খুললে অসুবিধা হয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে আছি। আমাকে সাইজ করতে চেষ্টা করলে নিজেরাই সাইজ হয়ে যাবেন।’

তিনি বলেন, ‘ওরা এখনো নজিবুল বশর কী তা চেনে নাই। আমার জন্য অনেক দেশ কথা বলবে। বিএনপিকে ঘরে ঢোকানো সম্ভব, নজিবুল বশর মাইজভান্ডারীকে না। খবর আছে। আমি কখনো আমার এলাকায় ক্ষমতার অপব্যবহার করিনি। সরকার তো জানে, আমার অবস্থান কী রকম।’

দুদককেও কড়া ভাষায় আক্রমণ করেন ১৪ দলীয় জোটের এই নেতা। দুদককে উদ্দেশ করে তিনি বলেন, ‘দুদক নজিবুল বশর মাইজভান্ডারীকে চেনে নাই। চামড়া সব ছিঁড়ে ফেলবো। মাইজভান্ডারীর গায়ে হাত!’

আরও পড়ুন: ছেলের বিরুদ্ধে দুদকের মামলা নিয়ে সরকারকে হুংকার দিলেন নজিবুল বশর

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি নজিবুল বশর মাইজভাণ্ডারীর ছেলে তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর ও ভাইপো সৈয়দ মাহাতাবুল বশর মাইজভান্ডারীসহ ১৪ জনের বিরুদ্ধে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৩৯ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

আরও পড়ুন: এমপি নজিবুল বশরের ছেলে ও ভাইপোর বিরুদ্ধে দুর্নীতির মামলা

নজিবুল বশর সরকারকে হুংকার দেওয়া নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির আওয়ামী লীগ নেতাকর্মীরা তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষোদগার করছেন। ক্ষুব্ধ নেতাকর্মীদের অনেকে নজিবুল বশরকে আগামী জাতীয় নির্বাচনে ফটিকছড়ি থেকে মনোনয়ন না দিতে বলছেন। নেতাকর্মীদের অনেকে নজিবুল বশরের তরিকত ফেডারেশনকে ১৪ দলীয় জোট থেকে বের করে দিতে বলছেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম রাজনীতি সংবাদকে বলেন, ‘তার (নজিবুল বশর) ছেলের দুর্নীতি নিয়ে মামলা করেছে দুদক। অথচ তিনি সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছেন। দুদক তো একটি স্বাধীন সংস্থা। তিনি গত সংসদ নির্বাচনে ফটিকছড়ি থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের দয়ায় ও কৃপায় এমপি হয়েছেন। অথচ তিনি আজকে বড় গলায় সরকারের বিরুদ্ধে কথা বলছেন, যা কোনোভাবেই সমীচীন নয়।’

আরও পড়ুন: ফটিকছড়িতে নজিবুল বশরের মতো এমপি থাকলে আওয়ামী লীগে গ্রুপিং থাকবে

নাম প্রকাশ না করার শর্তে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের একজন নেতা রাজনীতি সংবাদকে বলেন, নজিবুল বশর সরকারকে হুংকার দিয়ে ধৃষ্টতা দেখিয়েছেন। হেফাজত নেতা মামুনুল হকও সরকারকে হুংকার দিয়েছিলেন। তার কী পরিণতি হয়েছে তা আমরা দেখেছি। নজিবুল বশরের মনে রাখা উচিত, শেখ হাসিনা যাকে ধরেন তাকে ছাড়েন না।

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক তরিকত ফেডারেশন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ১৯৯১ সালের সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। তবে ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নেন নজিবুল বশর। কিন্তু নির্বাচনে তিনি হেরে যান। পরে বিএনপি ছেড়ে তিনি গঠন করেন তরিকত ফেডারেশন।

আরও পড়ুন: ফটিকছড়িতে আওয়ামী লীগের পুরনো দ্বন্দ্ব নতুন করে চাঙ্গা, নেপথ্যে তৃতীয় পক্ষের ইন্ধন!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর