শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

সুসম্পর্ক রাখতে চায় বলেই আমেরিকার কূটনীতিকরা ঘন ঘন সফরে আসছেন: পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৩ : অপরাহ্ণ

আমেরিকা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বলে দেশটির কূটনীতিকরা ঘন ঘন বাংলাদেশ সফরে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘গত কয়েক মাস দেখেছেন, আমেরিকানরা কন্টিনিউয়াসলি একজনের পর একজন করে উচ্চপর্যায়ের প্রতিনিধি আসছেন সম্পর্ক উন্নয়ন করার জন্য। শুধু সেটা না, আমাদের দাওয়াতও দিয়েছেন যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের নেতাদের সঙ্গে আলাপ করার জন্য। সো, উই আর ডেভেলপিং ভেরি গুড রিলেশনশিপ এবং আই মাস্ট সে, ইট ইজ সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য।’

আজ বৃহস্পতিবার সকালে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

অনেক প্রভাবশালী কূটনীতিক বাংলাদেশ সফর করেছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে, অনেক দেশের নামজাদা কূটনীতিকেরা এসেছেন। আমেরিকার সাতজন অত্যন্ত সিনিয়র কূটনীতিক এসেছেন এবং আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। ওরা এসেছেন আমাদের সঙ্গে তাঁদের দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য। যত ধরনের ভুল-বোঝাবুঝি আছে, সব দূর করে অত্যন্ত শক্ত ভিত্তির ওপর আমাদের উভয় দেশের, আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক।’

আরও পড়ুন: মার্কিন কূটনীতিক কঠিন বার্তা দিয়েছেন: আমীর খসরু

ড. মোমেন বলেন, ‘সুদূরপ্রসারী, এই যে বঙ্গবন্ধুর স্বপ্নের যে ফরেন পলিসি, সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়… আমরা কারও শত্রু নই। আমরা বাস্তববাদী ফরেন পলিসি চালু রেখেছি।’

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা সবগুলো ফেরত যাবে বলে মনে হয় না। বাস্তববাদী যদি হোন, তো তাদের (বিদেশিদের) বলেছি, কিছু আপনারা নেন না কেন? তো তারা নেওয়া শুরু করেছেন। তারা আরও নেবেন, আমেরিকা নেবে, কানাডা নেবে… অন্যান্য দেশকেও আমরা নেওয়ার জন্য অনুরোধ করেছি। আমাদের ১ নম্বর টার্গেট, আমরা চাই রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক। আমেরিকানরা আমাদের এই ব্যাপারে সাহায্য করবেন বলে জানিয়েছেন।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর