শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

বেলুন ভূপাতিত করায় যুক্তরাষ্ট্রের ওপর চটেছে চীন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

উত্তর আমেরিকার আকাশে ভেসে বেড়ানো সন্দেহজনক চীনের ‘গোয়েন্দা’ বেলুন ভূপাতিত করার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।

বেলুনটি ভূপাতিত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক রীতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন।

আজ রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মনুষ্যবিহীন বেসামরিক এয়ারশিপে হামলার জন্য যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের ঘটনায় তীব্র অসন্তোষ ও প্রতিবাদ জানাচ্ছে চীন। এ ঘটনায় ‘প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখানোর অধিকার চীনের রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্র শনিবার ক্যারোলিনা উপকূলে চীনা ‘গোয়েন্দা’ বেলুনটি গুলি করে ভূপাতিত করে। বেলুনটি মার্কিন বিমান বাহিনীর এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে পেন্টাগন।

আরও পড়ুন: মার্কিন আকাশে চীনা গোয়েন্দা বেলুন গুলি করে ভূপাতিত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বেলুন ভূপাতিত করার অভিযানকে ‌‌‌‌‌‌‌‘ইচ্ছাকৃত ও আইনসম্মত পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, চীন অগ্রহণযোগ্যভাবে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করায় এই পদক্ষেপ নিতে হয়েছে।

গত বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বলেন, তারা যুক্তরাষ্ট্রের আকাশে বিশাল একটি নজরদারি বেলুন শনাক্ত করেছেন।

এ নিয়ে চীন শুরুতে সংশয় প্রকাশ করলেও পরে স্বীকার করে বেলুনটি তাদেরই।

বেইজিংয়ের দাবি, বেলুনটি গোয়েন্দা বেলুন নয়, এটি আবহাওয়া পর্যবেক্ষণকারী বেলুন।

যুক্তরাষ্ট্র-চীন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিংয়ে বিরল একটি সফর বাতিল করেছেন।

রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শান্ত, পেশাদার ও সংযত হয়ে যথাযথভাবে পরিস্থিতি সামলানোর জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল তারা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর