শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩২, আহত ১৫০


পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বোমা বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ জানুয়ারি, ২০২৩ ৩:৩৩ : অপরাহ্ণ

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩২ জন মুসল্লি নিহত হয়েছে। আহত হয়েছে ১৫০ জন।

আজ সোমবার জোহরের নামাজের সময় স্থানীয় পুলিশ লাইন্স এলাকায় অবস্থিত মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

এই বোমা হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছে, জোহরের নামাজের সময় ওই হামলাকারী প্রথম সারিতে নামাজের জন্য দাঁড়ায়। নামাজ শুরু হওয়ার পরই তিনি বোমা বিস্ফোরণ ঘটান। এতে মসজিদে থাকায় মুসল্লিদের মধ্যে প্রায় ৮৩ জন আহত হয়।

বোমা বিস্ফোরণের ঘটনায় আহদের উদ্ধার করে পেশোয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ওই মজিদের জোহরের নামাজ আদায়ের জন্য ১২০ জন মুসল্লি উপস্থিত হন। তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

সূত্র: দ্য ডন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর