রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ জানুয়ারি, ২০২৩ ১০:১৩ : পূর্বাহ্ণ
‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং ১০ দফা দাবি আদায়ে আজ ঢাকায় দ্বিতীয় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুপুর ২টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
পদযাত্রা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বিশেষ অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এতে সভাপতিত্ব করবেন। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম জানান, অন্যান্য কর্মসূচির মতোই এই পদযাত্রাও হবে শান্তিপূর্ণ। আশা করছি, এতে ব্যাপক জনসমাগম হবে।
এর আগে গত শনিবার রাজধানীর বাড্ডা- রামপুরা সড়কে পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে রাজধানীতে চার দিনের পদযাত্রার প্রথম দিনের কর্মসূচিটি দুপুর আড়াইটায় শুরু হয়ে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হয়।
বিএনপির পূর্বঘোষিত চার পদযাত্রার তৃতীয়টি হবে আগামীকাল মঙ্গলবার। এদিনের কর্মসিূচি হবে গাবতলী টার্মিনাল থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত।
এছাড়া ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রতিটি পদযাত্রা বেলা ২টায় শুরু হবে।