রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৯ জানুয়ারি ২০২৩, ১২:৩১ অপরাহ্ণ
যুবদল চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনটির সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেনকে। সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি গ্রেপ্তার হওয়ায় কেন্দ্র থেকে ইকবাল হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়।
গত ১৮ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না তাকে এ দায়িত্ব দেন।
গণমাধ্যমে পাঠানো যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৭ জানুয়ারি রাত ১২টার দিকে কুমিল্লায় একটি হোটেল থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিকে আটক করে ডিবি পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি আটক
গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দিপ্তীকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি এখন কারাগারে আছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি, ইকবাল হোসেনকে সিনিয়র সহসভাপতি আর মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে যুবদল চট্টগ্রাম মহানগর শাখার পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর ওই বছরের ৩ অক্টোবর কেন্দ্র থেকে ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।