রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২৩ ৮:৪৪ : অপরাহ্ণ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ছে না। আর পাঁচ দিন পরই মেলার ২৭তম এই আসরের সমাপ্তি টানা হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
আজ শুক্রবার ছুটির দিনে মেলায় অন্তত সাড়ে ৩ থেকে ৪ লাখ দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
অপ্রত্যাশিত মূল্য ছাড়ের ছড়াছড়িতে মেলার শেষ মুহূর্তে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তাই মেলার সময় আরও সাত দিন বাড়ানোর দাবি করেছিলেন ব্যবসায়ীরা। এ বিষয়ে একটি লিখিত চিঠি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে পাঠান তারা।
কিন্তু মেলার সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ।
আজ শুক্রবার ইপিবির সচিব ইফতেখার আহমেদ জানান, ব্যবসায়ীরা বাণিজ্যমেলার সময় বাড়ানোর দাবি জানালেও বাড়ানো হচ্ছে না মেলার সময়। ৩১ জানুয়ারি বিকাল ৪টায় সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের বাণিজ্য মেলা।
এর আগে ২৪ জানুয়ারি ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে সময়সীমা বাড়ানোর জন্য লিখিত আবেদন করেন।
ব্যবসায়ীদের দাবি, বাণিজ্য মেলার সময় না বাড়ানো হলে তাদের অনেক পণ্য অবিক্রিত থেকে যাবে। তাই লোকসান এড়াতে বাণিজ্যমন্ত্রীর কাছে ৩১ জানুয়ারির পর আরও সাত দিন বিনাভাড়ায় মেলায় বেচাকেনা করার আবেদন করেন।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি টানা দ্বিতীয়বারের মতো রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর বসে।