শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জনের মৃত্যু


ইউক্রেনের রাজধানী কিয়েভে আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ জানুয়ারি, ২০২৩ ৩:৪৮ : অপরাহ্ণ

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন মারা গেছেন। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

এ ছাড়া আহত হয়েছেন ১৫ শিশুসহ ২৯ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির রাজধানী কিয়েভের বাইরে ব্রোভারি উপশহরে একটি কিন্ডারগার্টেনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী দিনিস মনতাতিরস্কিসহ আরও আটজন হেলিকপ্টারটিতে ছিলেন। তার উপমন্ত্রী ও সচিবও এই দুর্ঘটনায় মারা গেছেন।

হেলিকপ্টার বিধ্বস্তের সময় ছিল অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া।

প্রাথমিকভাবে বলা হয়েছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের পাশে বিধ্বস্ত হওয়ার আগে ওই কিন্ডারগার্টেনকে আঘাত করে।

হেলিকপ্টার বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে আর মানুষ চিৎকার করছেন।

ইউক্রেনের পুলিশ প্রধান ইহর ক্লাইমেনকো তার ফেসবুক পেজে জানান, হেলিকপ্টারটি একটি কিন্ডারগার্টেনের পাশে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ সময় স্কুল থেকে শিশুদের পাশাপাশি সব স্টাফকে সরিয়ে নেওয়া হয়।

তবে কী কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, সেই কারণ এখনো জানা যায়নি।

হেলিকপ্টার বিধ্বস্তের সময় ওই এলাকায় রাশিয়ার কোনো ধরনের হামলার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর