রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ১৭ জানুয়ারি ২০২৩, ৮:৩৯ পূর্বাহ্ণ
শরীয়তপুরের জাজিরার পদ্মাসেতুর দক্ষিণ থানা এলাকায় চলন্ত একটি এলপি গ্যাস বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে অ্যাম্বুলেন্স। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা নারীসহ ৬ জন মারা যান।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-রোগী জাহানারা বেগম (৫৫), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), গাড়ি চালক জ্বিলানী (২৮), চালকের সহকারী রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)।
পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে গতি নিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনের ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী মারা যান।
পুলিশের ধারণা, অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা। ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। তাকে আটক করতে পুলিশ কাজ করছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সুরজ মিয়া বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী মারা যান। ওই অ্যাম্বুলেন্সে দুজন নারী ছিলেন।
আরও পড়ুন: এবার হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়লেন ছাত্রদল নেতা