রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ জানুয়ারি, ২০২৩ ১২:২৫ : অপরাহ্ণ
নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৭২ জন আরোহী নিয়ে একটি বিমান ভেঙে পড়েছে। বিমানটিতে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।
এর মধ্যে এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল।
বিমান বিধ্বস্তের ঘটনায় বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওগুলোতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, রানওয়েতে ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত উড়ানের কাছে ছুটে যায় বিমানবন্দরের দমকল বাহিনী। আগুন নিভিয়ে বিমানের ভিতর থেকে যাত্রী ও ক্রু মেম্বারদের উদ্ধারের কাজ চলছে। আমরা এখনও জানি না কেউ বেঁচে আছে কিনা।
তবে নেপালের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হিমালয়ের ছোট এই দেশটির পশ্চিমে বিমান বিধ্বস্ত হওয়ার স্থান থেকে কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
Atleast 30 Dead in #Nepal #planecrash in Pokhra, death toll may rise. pic.twitter.com/GnqXtM1JJP
— Sandeep Panwar (@tweet_sandeep) January 15, 2023
প্রসঙ্গত, কিছুদিন আগেই পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হয়েছিল। গত ৩০ বছরে অন্তত ৩০টি বিমান দুর্ঘটনার সাক্ষী হয়ে আছে হিমালয়ের কোলের এই রাজ্য।