শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

কোথায় দুর্নীতি হচ্ছে, তথ্য-প্রমাণ দিলে ব্যবস্থা নেবো: প্রধানমন্ত্রী


গণভবনে আওয়ামী লীগের সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ জানুয়ারি, ২০২৩ ৪:১৭ : অপরাহ্ণ

দেশের কোথায় দুর্নীতি হচ্ছে তার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘শুধু মুখে দুর্নীতির কথা বললেই হবে না, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিন। এখন এমন লোকেদের কাছে দুর্নীতির কথা শুনতে হয়, যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত এবং তাদের আমলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।’

আজ শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই গরিব মানুষের টাকা দিয়েই কিন্তু দেশে নাম-টাম করে বেশ ভালোই আছে এবং প্রচুর অর্থ-সম্পদের মালিক। পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগও করে ফেলেছেন। এই টাকাগুলো কোথা থেকে? এগুলো গরিবের রক্তচোষা টাকা, এটা তো বাস্তব কথা।’

বিগত সময়ে সরকারের বিভিন্ন উন্নয়নকাজের কথা তুলে ধরে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা যা যা চেয়েছিলেন, আমরা সেগুলো কিন্তু একে একে করে দিচ্ছি মানুষকে। তাঁর যে স্বপ্ন, সেটাই বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য। এত কাজ করার পরেও কিছু লোক আছে, তাদের কোনো কিছু ভালো লাগে না।’

আওয়ামী লীগ ওয়াদা রক্ষা করে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আমরা কথা দিয়েছি…প্রতি বাজেটে নির্বাচনের ইশতেহার সামনে রেখে আমরা পরিকল্পনা নেই। পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন করি, সেখানেও আমাদের ঘোষণাপত্র, আমাদের নির্বাচনী ইশতেহার মাথায় রেখে, সামনে রেখেই আমরা কিন্তু করি। অর্থাৎ যে ওয়াদা জাতিকে দেই, সেটা আমরা রক্ষা করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যে কথা দেয়, সেই কথা রাখে এবং জাতির কল্যাণে আমরা কাজ করি এবং মানুষ তার শুভ ফল পাচ্ছে। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের যে পরিবর্তন ঘটেছে, আমি জানি এটা অনেকেই নিতে পারে না। নানা ধরনের কথা রটায়। কিন্তু মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে। তা ছাড়া রাস্তাঘাটসহ যোগাযোগব্যবস্থার উন্নতি আমরা করেছি। এটাকেও অনেকই স্বীকার করতে চায় না। করতে চাইবেও না।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর