শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা ধর্ম

ঘর থেকে বের হতে যে দোয়া পড়লে বিপদ-আপদ থেকে রক্ষা পাবেন


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২৩ ৯:৪১ : পূর্বাহ্ণ
প্রতীকী ছবি
Rajnitisangbad Facebook Page

ঘর থেকে বের হতেই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উত্তম। আল্লাহর উপর ভরসা ছাড়া ঘর থেকে বের হলেই শয়তান আক্রমণ করে বসে।

তাই ঘর থেকে বের হতেই দরজায় দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে সাহায্য করা খুবই জরুরী।

রাসুল (সা.) বাড়ি থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে নির্দেশ ও পরামর্শ দিয়েছেন।

এই দোয়া পড়লে বাইরে অবস্থানের সারাটা সময় আল্লাহর জিম্মাদারিতে থাকা যায়। সব ধরনের বিপদ-আপদ ও অসুবিধা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন।

দোয়াটি হলো-‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহি’

অর্থ: ‘আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার উপরই আমি নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া (মন্দে) বিরত থাকা ও কল্যাণ পাওয়ার শক্তি কারো নেই।’

আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, “যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে, ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’, তবে তাকে বলা হয় (আল্লাহ তাআলাই) তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ (অনিষ্ট থেকে)। তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়।’’ (তিরমিজি, হাদিস: ৩৪২৬)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, ঘরের বাইরে শয়তানের অনিষ্টতা ও যাবতীয় অমঙ্গল থেকে মুক্ত থাকতে এবং কল্যাণ পেতে ঘর থেকে বাইর হতে দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া।

আরও পড়ুন:

অজু ছাড়া কি কোরআন স্পর্শ করা যাবে?

আজান দেওয়ার সময় মুয়াজ্জিন কানে হাত দেয় কেন? 

মহানবী (সা.) কখনো আজান দেননি কেন?

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর