সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

রংপুরে বিজিবির গাড়িতে আগুন


আগুনে পুড়ে যায় বিজিবির গাড়িটি। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :২৭ ডিসেম্বর, ২০২২ ১০:৩৫ : অপরাহ্ণ

রংপুরে সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে বিজির গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আমাশু পূর্ব কুকরুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু সরকারি প্রথমিক বিদ্যালয় সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ ওয়ার্ডের ট্রাক্টর মার্কার কাউন্সিল প্রার্থী রফিকুল ইসলাম রফিক আমাশু কেন্দ্রটিতে জয় লাভ করেন। এতে পরাজিত মিষ্টি কুমড়া প্রতীকে কাউন্সিল প্রার্থী একরামুলের সমর্থকেরা উত্তেজিত হয়ে বিজিবি টহল গাড়ি ভাঙচুর করে আগুন দেয়।

ওই গাড়ির চালক ওয়াহিদুর রহমান জানান, সন্ধ্যার দিকে নির্বাচনী দায়িত্ব পালন শেষে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি, একটি পুলিশের ও তার ভাড়া গাড়িতে করে ১১জন বিজিবি সদস্য শহরে কন্ট্রোল রুমে ফিরছিল। এসময় ৪নং ওয়ার্ডের কুকরুল নামক স্থানে সেই বহর লক্ষকরে ইট নিক্ষেপ শুরু করে কে বা কারা। ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ি নিরাপদে সরে গেলেও বিজিবির গাড়িটি জ্যামে আটকা পড়ে। এসময় গাড়িতে ভাঙচুর চালানো হয়। ভয়ে গাড়ি রেখে পালিয়ে গেলে আগুন দেয়া হয় ওই গাড়িতে। এতে গাড়িটি পুড়ে গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসন বলেন, একজন কাউন্সিলর প্রার্থীর লোকজন ওই হামলার সঙ্গে জড়িত। তবে তদন্তের স্বার্থে তার নাম বলেনি প্রশাসন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর