শনিবার, ২৯ জুন, ২০২৪ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২২ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে ওয়াশিংটন গিয়েছিলেন আমীর খসরু: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ ডিসেম্বর, ২০২২ ৩:০১ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ওয়াশিংটনে গিয়েছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই। বিএনপি তদবির করে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র যাতে নিষেধাজ্ঞা দেয়। বিএনপি কোমর বেঁধে সে চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি।’

আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গণতন্ত্র গিলে খেয়েছে, এতো বছর আমাদের গণতন্ত্র ছিল না। আমাদের সঙ্গে চাতুরি করেছে, আমরা কারও সঙ্গে চাতুরি করিনি। আমরা কারও বিরুদ্ধে ষড়যন্ত্রও করিনি, বরং হত্যা ষড়যন্ত্রের শিকার হয়েছি।’

আরও পড়ুন: সরকারকে না বলে কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না, এটা কোথায় আছে: খসরু

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি, রাস্তাঘাট-সেতু করেছি, একদিনে ১০০ সেতু উদ্বোধন করেছি। টানেলও উদ্বোধনের অপেক্ষায়। তাহলে ছলচাতুরি কোথায় করলাম? আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করে।’

আগামী নির্বাচনের মেনিফেস্টোতে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, করেছেন। এবার তিনি ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর