রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০২২ ৬:৫১ : অপরাহ্ণ
বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস উদযাপনের দিনে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
টুইট বার্তায় তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উপর জোর দিয়ে বলেন, ‘আগামীতেও এই সম্পর্ক অটুট থাকবে।’
আজ শুক্রবার জয়শংকর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে হ্যান্ডসেক করা একটি ছবি পোস্ট করে টুইটে লিখেছেন, ‘অতীতে আমাদের অভিন্ন আত্মত্যাগ এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অব্যাহত ভূমিকা রাখবে।’
টুইট বার্তায় তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাংলাদেশ সরকার ও জনগণকে বিজয়ের শুভেচ্ছা জানান।
Warm greetings to FM Dr. AK Abdul Momen, the Government and people of Bangladesh on Bijoy Dibosh!
Our shared sacrifices of the past and outlook for the future continue to inspire the vibrant India-Bangladesh friendship. pic.twitter.com/vW18iIePJw
— Dr. S. Jaishankar (Modi Ka Parivar) (@DrSJaishankar) December 16, 2022
বাংলাদেশের বিজয় দিবসে জয়শঙ্করের পাশাপাশি ভারতের গণমাধ্যমেও নানান অর্জনের কথা তুলে ধরা হয়েছে।
আনন্দবাজার লিখেছে, ‘বাইরের এবং ভেতরের নানা গভীর সামাজিক ও রাজনৈতিক সংকট, অর্থনীতির চ্যালেঞ্জ- সবকিছু মোকাবিলা করে আজ বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের যে সাফল্যময় অবস্থান, বহু উন্নয়নশীল দেশকে তা আত্মজিজ্ঞাসার আবর্তে নিক্ষেপ করতে পারে। গত তিন দশকে বিশ্বে সবচেয়ে স্থিতিশীল উন্নয়ন-গতিরেখা ধরে এগিয়েছে যেসব দেশ-বাংলাদেশ তাদের মধ্যে প্রথম দিকেই।’
আনন্দবাজার আরও লিখেছে, ‘রুশ-ইউক্রেন যুদ্ধের আঁচ বাংলাদেশের অর্থব্যবস্থায় লেগেছে ঠিকই, তবে বিশ্ব অর্থনীতির প্রেক্ষিতে সেটিকে অস্বাভাবিক বলা চলে না।’