রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০২২ ২:০৪ : অপরাহ্ণ
আগামী ২০ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ। নগরীর স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে চালু হবে এ কার্যক্রম।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন বলেন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি করপোরেশন জেনারেল হাসপাতালসহ টিকা দানের স্থায়ী কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চালানো হবে।
তিনি জানান, তৃতীয় ডোজ প্রাপ্তির পর ৪ মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের চতুর্থ ডোজ প্রদান দেওয়া হবে। চতুর্থ ডোজে ফাইজারের টিকা দেওয়া হবে। তবে যেখানে ফাইজার থাকবে না সেখানে সিনোব্যাকের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন