শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

আব্দুর রাজ্জাক আ.লীগের অনেক ক্ষতি করেছেন: ইঞ্জিনিয়ার মোশাররফ


ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আব্দুর রাজ্জাক

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২২ ৬:২১ : অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রয়াত উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক দলের অনেক ক্ষতি করেছেন বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য অভিযোগ করে বলেন, ‘আব্দুর রাজ্জাক ১৯৭৯ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সময় দলকে টুকরো করেছেন।’

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় মহিউদ্দিন চৌধুরীর স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘১৯৭৯ সালে সামরিক স্বৈরশাসক জিয়া তখন ক্ষমতায়। ঐ সময় একটি জাতীয় নির্বাচন হয়েছিল। আমাদের আবদুর রাজ্জাক ভাই সেদিন হঠাৎ করে বঙ্গবন্ধু হতে চেয়েছিলেন। তিনি ইচ্ছেমতো তার মাইমেনদের নমিনেশন দিচ্ছিলেন। ঐ সময় মহিউদ্দিন চৌধুরী ফেরারী ছিলেন। গভীর রাতে আমার বাসায় আসতেন। দলের অবস্থা এবং রাজ্জাক ভাইয়ের কূটকৌশল নিয়ে আমরা আলাপ-আলোচনা করতাম।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘মহিউদ্দিন ভাই সেসময় এমন কিছু সিদ্ধান্ত দিয়েছিলেন, সেগুলো কাজে এসেছিল। বঙ্গবন্ধুকে যারা ভালবাসতেন তারা যাতে নমিনেমন পান সে ব্যাপারে আমাকে উদ্যোগী হতে বলেছিলেন। আমাকে ঢাকায় গিয়ে রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলে কী করতে হবে সে ব্যাপারেও ইঙ্গিত দিয়েছিলেন। তিনি এও বলেছিলেন, আমি যাদের পছন্দ করি তাদের নিয়ে ঢাকায় যেতে। আমি মহিউদ্দিন চৌধুরীকে বলেছিলাম, আমার সাথে যারা ঢাকায় যাবে, তাদেরকে রাজ্জাক সাহেব নমিনেশন দেবেন না। মহিউদ্দিন আমাকে এও বলেছিলেন হাল ছাড়বেন না।’

মিরসরাই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘আমি হাল ছাড়িনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় চট্টগ্রামে ২৩টি আসনে একটিতেও আওয়ামী লীগ জিতেনি। এমনকি মিরসরাইতে আমার পরিবর্তে যাকে নমিনেশন দিয়েছিল ঐ ব্যক্তিকে আমি যথেষ্ট সাহায্য সহযোগিতা করার পরও তিনি জঘন্যভাবে ধরাশায়ী হয়েছিলেন।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আক্ষেপ করে বলেন, ‘না বলে পারছি না, রাজ্জাক ভাই দলের অনেক ক্ষতি করেছেন। শেখ হাসিনা নির্বাসন শেষে দেশে ফিরে এলে তিনি দলের হাল ধরেন। সে সময়ও রাজ্জাক ভাই দলকে টুকরো করেছেন এবং আলাদা দল করেছেন। শেখ হাসিনা ১৯৯৬ সালে রাজ্জাক ভাইকে নমিনেশন দিয়েছিলেন। দল ক্ষমতায় গেলে রাজ্জাক ভাইকে পানি সম্পদ মন্ত্রী বানিয়েছিলেন। এতেই বুঝা যায়, শেখ হাসিনা প্রতিশোধপরায়ণ ছিলেন না, তিনি বড় হৃদয়ের মানুষ।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর