বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ | ১৩ আষাঢ়, ১৪৩১ | ২০ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

নেতাকর্মীদের যে বার্তা দিলেন ওবায়দুল কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২২ ২:৪৬ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের
Rajnitisangbad Facebook Page

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আবারও আন্দোলন মোকাবিলা হবে। আন্দোলনে হবে, নির্বাচনেও হবে। প্রস্তুত হয়ে যান।’

আজ বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ বার্তা দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন। ঘোষণা দেবেন। রাষ্ট্র মেরামতের রূপরেখা আপনারা, বিএনপি তৈরি করবে! যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্টের রক্তের দাগ।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের ২১ নেতাকর্মীর রক্ত যাদের হাতে, তারা করবে রাষ্ট্র মেরামত! বঙ্গবন্ধুর খুনিদের দায়মুক্তি দিতে যারা সংবিধানে পঞ্চম সংশোধনী কলমের এক খোঁচায় করেছিল।’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, এরা করবে রাষ্ট্র মেরামত! যারা আমার দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে; যারা দণ্ডিত হয়েছে, ৭ বছরের জেল, এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে বাংলাদেশের আদালতে। আর রাজনীতি করবো না মুচলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে, তিনি হবেন আপনাদের নেতা!’

শেখ হাসিনা প্রতিটা মুহূর্ত ঝুঁকির মধ্যে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এতো ঝুঁকিপূর্ণ রাজনৈতিক জীবন এদেশে পঁচাত্তরের পরে করো জীবনে আসেনি। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার অপরাধ নিজের টাকায় পদ্মা সেতু। এক দিনে ১০০ সেতু উদ্বোধন করেছেন। আগামী ২১ ডিসেম্বর ১০০ রাস্তার উদ্বোধন করবেন। মাসের শেষে তরুণ প্রজন্মের ড্রিম প্রোজেক্ট মেট্রোরেল।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর