রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২২ ৬:১৯ : অপরাহ্ণ
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল।
আজ রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩টায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় বিকেল ৪টায়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা এক ভদ্রলোককে নিয়ে জার্মান রাষ্ট্রদূত আমাদের এখানে আলাপ করতে এসেছেন। আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’
বৈঠকে কী আলোচনা হয়েছে-জানতে চাইলে এ বিএনপি নেতা সাংবাদিকদের বলেন, ‘এ বৈঠকগুলো একান্ত বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক। এসব বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না। এগুলো নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। এর বাইরে আর বলার সুযোগ নেই।’
আওয়ামী লীগের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘যারা বোঝে না তাদের জন্য বলছি-কূটনৈতিকদের দায়িত্ব হচ্ছে এক দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়ে খোঁজখবর রাখা। তাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হয়। এটা তাদের দায়িত্ব। এটা তো নতুন কিছু না। এটা আগে থেকেই হয়ে আসছে।’
নয়াপটনের সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জয় পরাজয় তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোনো রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার সুযোগ পাবে, তখন মানুষের হাতেই জয়-পরাজয় থাকবে।’