রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২২ ২:৩১ : অপরাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
নয়াপল্টনে গত বুধবার পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান (ডিবি) ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে ডিবিপ্রধান বলেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার রাত তিনটার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং একই সময় ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।