শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা খেলা

টাইব্রেকারে ব্রাজিলের হৃদয় ভেঙে সেমিফাইনালে ক্রোয়েশিয়া


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২২ ১১:৫১ : অপরাহ্ণ
টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আনন্দে মাতোয়ারা ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ম্যাচের ৯০ মিনিট কেবল বল চালচালি। ব্রাজিল ভালো কিছু সুযোগ তৈরি করলেও তাতে গোল হয়নি। সব রঙ এসে জমে ম্যাচের অতিরিক্ত সময়ে। প্রথম ১৫ মিনিটের শেষ সময়ে গোল করেন নেইমার জুনিয়র। শেষ বাঁশির শেষ দিকে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

পরে ফলাফল বের করতে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি।

টাইব্রেকারের উত্তেজনায় শেষ হাসি হাসে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।

আজ শুক্রবার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় ক্রোয়েশিয়া।

এর আগে ম্যাচের নির্ধারিত সময় দু’,দল ১-১ গোলের সমতায় ছিল। এই জয়ে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখে গেলবারের রানার্সআপরা।

অন্যদিকে ফেভারিটের তকমা পাওয়া ব্রাজিল বিদায় নেয় শেষ আট থেকে।

এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথমার্ধে ব্রাজিলকে চেপে ধরা ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধেও অব্যাহত রাখে গতিশীলতা। তবে এই সময়ে আক্রমণের পাল্লা ব্রাজিলের দিকে ভারী থাকে।

৭৫ মিনিটে নেইমারকে আবারও গোল বঞ্চিত করেন ক্রোয়াট গোলরক্ষক।

কিন্তু ১০৫তম মিনিটে নেইমারকে আর আটকাতে পারেনি ক্রোয়েশিয়া। নেইমারের গোলটি ছিল বিশ্বকাপে তার অষ্টম গোল।

এই গোলে তিনি ছুঁয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলের রেকর্ড। পেলে ও নেইমার দুইজনেরই জাতীয় দলের জার্সিতে গোলসংখ্যা ৭৭।

রেকর্ডের রাতে হাসি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নেইমার।

১১৭ মিনিটে ব্রুনো পেটকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। খেলা গড়ায় ট্রাইবেকারে। টানা দ্বিতীয় ম্যাচে ট্রাইবেকারে শেষ হাসি হাসে ক্রোয়েশিয়া।

আর তাতে কাটা পড়লো ব্রাজিলের হেক্সার স্বপ্ন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর