শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ডিবি কার্যালয়ে


ডিবি প্রধান হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২২ ১২:১৪ : অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

আজ শুক্রবার সকালে ডিবি অফিসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হারুন অর রশিদ জানান, আটক বা গ্রেপ্তার নয়, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির দুই নেতাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে প্রায় অর্ধশতাধিক পুলিশ আহতের ঘটনা ও ১০ ডিসেম্বরের সমাবেশ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

বৃহস্পতিবার রাত তিনটার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং একই সময় ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

আরও পড়ুন: জরুরী বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর