সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

রাস্তা বন্ধ করে বিএনপিকে সমাবেশ করতে দেবো না: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২২ ১২:৩৩ : অপরাহ্ণ
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাস্তা বন্ধ করে বিএনপিকে সমাবেশ করতে দিবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল বিভাগ, জেলা, উপজেলা, থানা, ওয়ার্ডে সতর্ক অবস্থায় থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আক্রমণ আমরা করবো না, তবে আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বিএনপি পুলিশের ওপর হামলা করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশ রাস্তায় আহত হয়ে পড়েছিল সেই ছবি মিডিয়া দেখায়নি। বিএনপি বিআরটিসি বাস পুড়িয়েছে।’

মিডিয়ার একটি অংশ একটি পক্ষ নিচ্ছে অভিযোগ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকারি গাড়ি পুড়িয়ে ফেলবে সেই ছবি মিডিয়া দেখাবেনা এই দুর্ব্যবহার কেন করা হচ্ছে? কক্সবাজারে এত বড় সমাবেশ, মিডিয়া ঠিকভাবে দেখায়নি।’

আরও পড়ুন: নয়াপল্টন অবরুদ্ধ, মির্জা ফখরুলকে কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ

মিডিয়াকে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মিডিয়ার কাছে আমরা প্রত্যাশা করি তারা যা দেখবে তাই দেখাবে।’

আরও পড়ুন:

শান্তিপূর্ণ সমাবেশসহ মানবাধিকার সনদ মেনে চলতে জাতিসংঘের তাগিদ

বাংলাদেশে বিরোধী দলের সমাবেশে সরকারের বিধিনিষেধ, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা নিয়ে ওবায়দুল বলেন, ‘আমাদের বিদেশি বন্ধুরা একতরফা কথা বলবে, এটা কূটনৈতিক শিষ্টাচার নয়।’

ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে বিএনপি সরকার হটানোর চেষ্টা করছে দাবি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক শক্তির হাতে আমরা দেশকে তুলে দিতে পারি না এটা আমাদের শপথ। আমরা সরকারি দল, মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের যেন কোনো বদনাম না হয় আক্রমণকারী হিসেবে।’

ওবায়দুল কাদের দাবি করেন, ‘বিএনপি দেশে আগুন সন্ত্রাস শুরু করে দিয়েছে। দেশের মানুষ আতঙ্কে আছে। মহাসমাবেশকে কেন্দ্র করে তারা জঙ্গিদের মাঠে নামিয়েছে। লাশ ফেলার দুরভিসন্ধি তারা বুধবার কার্যকর করেছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর