সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

শান্তিপূর্ণ সমাবেশসহ মানবাধিকার সনদ মেনে চলতে জাতিসংঘের তাগিদ


ঢাকায় নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি লুইস গোয়েন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০২২ ৭:৩৯ : অপরাহ্ণ

শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠান এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলার অঙ্গীকার রক্ষায় বাংলাদেশকে তাগিদ দিয়েছে জাতিসংঘ।

আজ বুধবার ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এক বিবৃতিতে এ তাগিদ দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে বিবৃতিটি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় লুইস গোয়েনের বিবৃতিতে।

আগামী ১০ ডিসেম্বর বিরোধী বিএনপির ডাকা গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে সরকারের সঙ্গে দলটির টানাপোড়েন চলছে।

এর প্রেক্ষাপটে আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের অভিযান শুরুর ঘণ্টা খানেকের মধ্যে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটের দিকে জাতিসংঘের তরফ থেকে এ বিবৃতি দেওয়া হয়।

আরও পড়ুন:

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, নিহত ১

রুহুল কবির রিজভীসহ বিএনপির ৭ নেতা আটক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর