রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০২২ ৪:৩১ : অপরাহ্ণ
রাজধানীর নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিভাগীয় সমাবেশ সামনে রেখে ঢাকার নয়াপল্টনে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সংঘর্ষে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
আজ বুধবার দুপুর পৌনে তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশও সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও জলকামানও প্রস্তুত ছিল।
আরও পড়ুন: সরকার বিকল্প প্রস্তাব না দিলে নয়াপল্টনেই সমাবেশ, ঘোষণা বিএনপির
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে নারাজ বিএনপি।
এদিকে সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন বলে জানা গেছে।