শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৩৮০



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ ডিসেম্বর, ২০২২ ৬:০২ : অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৮০ জন। তবে এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ৭৪৪ জন। আর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৫৪ জনে অপরিবর্তিত রয়েছে।

গতকাল বুধবার দেশে ৪২৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: করোনায় শনাক্ত আরও কমলো, মৃত্যু নেই

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ২১৮ এবং ঢাকার বাইরে ১৬২ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৮১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৭৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৭৪০ জন।

প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর