শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

১০ ডিসেম্বরের গণসমাবেশ নয়াপল্টনে, সোহরাওয়ার্দীতে নয়: বিএনপি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ নভেম্বর, ২০২২ ৬:৩৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

১০ ডিসেম্বর বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হলেও দলটি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করবে বলে জানিয়েছে।

এর আগে আজ মঙ্গলবার ২৬ শর্তে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়ে একটি চিঠি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

চিঠিটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পাঠানো হয়।

চিঠি পাওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ‘আমি ডিএমপির চিঠি পেয়েছি। কিন্তু আমরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবো।’

খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতিমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা রংপুরসহ কয়েকটি বিভাগে গণসমাবেশ করেছে দলটি।

এছাড়া আগামী ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর