শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

হঠাৎ করে ভালো মানুষ সেজেছেন প্রধানমন্ত্রী: খন্দকার মোশাররফ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ নভেম্বর, ২০২২ ৬:৩২ : অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশে কোনো বাধা দেওয়া হবে না-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন কথায় সন্দেহ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘হঠাৎ করে ভালো মানুষ সেজেছেন। আজকে এতো ভালো মানুষ কেন হয়ে গেলেন!’

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার (এসএওয়াইআরসি) নামে একটি সংগঠন ‘বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করণ এবং বহির্বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে।

সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খন্দকার মোশাররফ বলেন, ‘কত ভালো মানুষ! তাহলে এত দিন আপনারা কী বলেছিলেন ? বিএনপি সমাবেশের আয়োজন করলে প্রধানমন্ত্রী বলেছেন যে, সন্ত্রাস সৃষ্টির জন্য সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকে তারা ভালো মানুষ সেজেছে। আমার মনে হয় প্রধানমন্ত্রীর ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় কিছু আছর হয়েছে। না হলে তিনি আজকে এতো ভালো মানুষ কেন হয়ে গেলেন!’

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ঘুমান ৩ ঘণ্টা, আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না: কাদের

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকে গায়ের জোরে, বিনা ভোটে সরকার আছে প্রায় ১৪ বছর ক্ষমতায় আছে। দেশে গণতন্ত্র বলে কিছু নেই। আমরা দেশে গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি। এই সরকার যত দ্রুত শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিবে, তত ভালো। তা না হলে জনগণ প্রস্তুত হচ্ছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতনের বার্তা বিএনপি আটটি সমাবেশে দিয়েছে। ১০ ডিসেম্বর আমাদের সমাবেশ থেকে এই সরকারের বিদায়ের কর্মসূচি ঘোষণা করবো।’

চলমান আন্দোলনে নেতা কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে খন্দকার মোশাররফ বলেন, ‘নেতা কর্মীদের ওপর শত নির্যাতনের পরেও বিএনপির কণ্ঠরোধ করা যায়নি। বিগত দিনের বিভাগীয় গণসমাবেশগুলোতে এটা প্রমাণ হয়েছে। সমাবেশগুলোতে দিন দিন নেতা কর্মীদের সংখ্যা আরও বাড়ছে। শুধু বিএনপির নেতা কর্মীরাই নন, সাধারণ জনগণ আজ রাস্তায় নেমে এসেছে। কারণ তারা এই সরকারকে দেখতে চায় না।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ, সাবেক কূটনীতিক সাকিব আলী, এসএওয়াইআরসির চেয়ারম্যান সুমন হক।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর