শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বিদেশি রাষ্ট্রদূতদের ব্যাপারে সময় হলে অ্যাকশনে যাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ নভেম্বর, ২০২২ ৪:০৩ : অপরাহ্ণ

বিদেশি দূতরা কোড অব কনডাক্ট না মানলে শক্তিশালী দেশগুলো চাইলেই ব্যবস্থা নিতে পারে। কিন্তু শক্তি না থাকায় সে পথে যেতে পারছে না বাংলাদেশ। তবে সময় হলে বাংলাদেশও অ্যাকশনে যাবে বলে হঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার ঢাকায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির দিকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু কিছু লোক বিদেশিদের কাছে গিয়ে চান, তারা একটা চাপ দিক। এটা খুবই দুঃখজনক। তারা হস্তক্ষেপ করলে কোথাও ভালো ফল আসে না। বিদেশিরা কখনোই মঙ্গলের কাজে আসে না।’

আব্দুল মোমেন বলেন, ‘আমাদের অভিজ্ঞতা হলো, বিদেশিরা যখন স্বদেশের কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখন সেই দেশের মঙ্গল হয় না। আফগানিস্তান কী কষ্টে আছে এই বিদেশিদের জ্বালায়। চিলিতে পিনোশে (চিলির স্বৈরশাসক) কি একটা পপুলার গভর্নমেন্ট ছিল, বিদেশিদের জ্বালায় সে ধ্বংস হয়ে গেলো।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশিরা যেখানেই মাতব্বরি করেছে, সেখানকার অবস্থা ভয়াবহ হয়েছে, এটা জেনেও বাংলাদেশের অনেকেই বিদেশিদের কাছে ধরনা দেন।’

আব্দুল মোমেন বলেন, ‘যেসব দেশের জনগণের সম্মান আছে, নেতৃত্বের সম্মান আছে, তারা বিদেশির কাছে গিয়ে কান্নাকাটি করে না। আমাদের অনেকেরই সম্মানবোধের ঘাটতি হয়েছে। তারা মনে করেন বিদেশিদের কাছে গেলেই ভালো। কিন্তু অভিজ্ঞতা অন্যরকম, যেখানেই বিদেশি এসেছেন, সেখানেই সমস্যা হয়েছে।’

বিদেশিদের কাছে ধরনা না দিয়ে বাংলাদেশের জনগণের কাছে ভোট চাইতে বিরোধীদের পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশিদের কাছে মায়াকান্নার চাইতে উনারা যদি সাধারণ মানুষের কাছে যান, তাহলে তাদেরও মঙ্গল হবে, দেশেরও মঙ্গল হবে। আফটার অল এই দেশটা আমাদের সবার। এই দেশের অনিষ্ট আমরা হতে দিতে পারি না।’

বিদেশিদের কথায় সরকার চাপ অনুভব করছে না বলে বলেও জানান মোমেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর